ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লঞ্চ না পেয়ে রাত কাটছে সদরঘাটে

প্রকাশনার সময়: ০৭ নভেম্বর ২০২১, ০৩:৫৩
সংগৃহীত ছবি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গণপরিবহনে ধর্মঘট চলার দ্বিতীয় দিনে শনিবার বাস না চললেও দুপুর পর্যন্ত নৌযানগুলো চলছিল। কিন্তু দুপুরে ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে ভাড়া বাড়ানোর দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নৌপথে লঞ্চ চালাবেন না বলে ঘোষণা দিয়েছেন সাধারণ লঞ্চমালিকেরা। এতে সদরঘাটে এসে দক্ষিণাঞ্চলের যাত্রীরা ভোগান্তি ও বিড়ম্বনায় পড়েন।

এর আগে শনিবার দুপুর পর্যন্ত সদরঘাট থেকে ৩০টি লঞ্চ ছেড়ে গিয়েছিল বিভিন্ন গন্তব্যে। কিন্তু বিকাল সাড়ে ৩টার দিকে পন্টুন থেকে লঞ্চগুলো সরিয়ে নেয়া শুরু হয়। এতে সদরঘাটে এসে দক্ষিণাঞ্চলের যাত্রীরা ভোগান্তি ও বিড়ম্বনায় পড়েন।

কখন লঞ্চ ছাড়বে— সে আশায় রাজধানীর সদরঘাট টার্মিনালে শুয়ে-বসে রাত কাটাচ্ছেন তারা।

শনিবার রাতে সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে দেখা যায়, বরিশাল, হাতিয়া, পটুয়াখালীসহ দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার যাত্রীরা লঞ্চ না পেয়ে মেঝেতে কোনোরকম শুয়ে-বসে আছেন। অনেকে দেয়ালে ঠেস দিয়ে কিংবা চেয়ার বসে ঝিমুচ্ছেন।

অনেকে আবার ঘোরাঘুরি করছেন। নারীরা কোনোভাবে চাদর পেতে মেঝেতে শুয়ে ঘুমানোর চেষ্টা করছেন। অনেকে তাদের শিশুদের ঘুম পাড়ানোর চেষ্টা করছেন। এ ভোগান্তির মধ্যেই কেউ কেউ আবার দলবেঁধে মুড়ি-চানাচুরের আড্ডায় মেতেছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সদরঘাট নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম-পরিচালক মো. জয়নাল আবেদীন বলেন, যাত্রীদের বলে দেয়া হয়েছে, ভাড়া না বাড়া পর্যন্ত ঘাটে কোনো লঞ্চ আসবে না। রাতে যারা ঘাটে অবস্থান করছেন, তাদের নিরাপত্তায় আনসার, নৌ-পুলিশ নিয়োজিত রয়েছে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ