ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১, ১ রবিউস সানি ১৪৪৬

‘বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক আরও সুদৃঢ় করার এখনই সময়’

প্রকাশনার সময়: ০৪ নভেম্বর ২০২১, ১৩:২৭

বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করতে দুদেশের সম্পর্ক নতুন করে গড়ে তোলার এখন সময় এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে তিনি দুদেশের সহযোগিতার ক্ষেত্র এবং কৌশলগত অংশীদারিত্ব আরও বাড়ানোর ওপর জোর দিয়েছেন।

ব্রিটেনের পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় স্থানীয় সময় বুধবার তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রকৃতপক্ষে বাংলাদেশ-যুক্তরাজ্য দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন করে সম্পর্ক গড়ে তোলার এটাই সময়। আমাদের অংশীদারিত্বকে দেখার ক্ষেত্রে প্রচলিত দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন।

ভাষণে শেখ হাসিনা নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করে রোহিঙ্গা শরণার্থীদের তাদের জন্মভূমি মিয়ানমারে ফেরত পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা পালনেরও আহ্বান জানিয়ে বলেন, এ সমস্যা সমাধানে যুক্তরাজ্যের ভূমিকা গুরুত্বপূর্ণ।

এদিন লন্ডনের ওয়েস্টমিনিস্টারে স্পিকার্স হাউস স্টেট রুমে ‘বাংলাদেশ অ্যাট ৫০: দি রিজিলেন্ট ডেল্টা’ শীর্ষক এক অনুষ্ঠানে ভাষণ দেন প্রধানমন্ত্রী। ওয়েস্টমিস্টিারে পার্লামেন্ট সদস্য রুশানারা আলী, হাউস অব লর্ডসের সদস্য লর্ড জিতেশ গাধিয়া প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ