ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার রুস্তম আলী (৮১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরাণীগঞ্জে বন্দি ছিলেন।
বুধবার সকালে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী এমদাদুল তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বাবার নাম মৃত মেফর আলী ওরফে শমসের।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। উল্লেখ্য, গত ২১ অক্টোবর ময়মনসিংহের কালিয়ান গ্রাম থেকে রুস্তম আলীকে পুলিশ মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার করে।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ