ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্রমেই বৃদ্ধি পাচ্ছে রোগীর সংখ্যা: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশনার সময়: ২৯ অক্টোবর ২০২১, ০০:৩৫
ফাইল ছবি

বাংলাদেশে কিডনি রোগীর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ইউরোলজিক্যাল সোসাইটি কর্তৃক আয়োজিত ভার্চুয়াল বৈজ্ঞানিক সম্মেলন তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, বাংলাদেশে কিডনি রোগীর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আমাদের উচিৎ দেশের জনগণকে সচেতন করা, কেনো কিডনি রোগ বৃদ্ধি পাচ্ছে, কিভাবে মানুষ কিডনি রোগ থেকে বাঁচতে পারে, কিভাবে কিডনি রোগ প্রতিরোধ করতে পারে, কিভাবে এবং কোথায় কিডনি রোগের চিকিৎসা পাওয়া যাবে, এসব বিষয়ে সচেতন করতে পারলে দেশের মানুষের জন্য অনেক উপকার হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমরা দেশের ৮টি বিভাগে ৮টি হাসপাতাল নির্মাণ করছি। যেখানে ক্যানসার, কিডনি এবং হার্টের বিভিন্ন রোগের চিকিৎসা সুবিধা থাকবে। এটা অনেক বড় একটা প্রজেক্ট, যার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং এটি সম্পন্ন হতে কিছুটা সময় লাগবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শরফুদ্দিন আহমেদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ প্রমুখ।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ