ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

সচিবালয়ে ঢুকতে পারবেন দর্শনার্থীরা

প্রকাশনার সময়: ২৮ অক্টোবর ২০২১, ২১:৫৯

করোনাভাইরাস সংক্রমণ কমে আসায় দীর্ঘ ১৯ মাস পর পুনরায় চালু হয়েছে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের পাস ইস্যু কার্যক্রম। বৃহস্পতিবার থেকে সীমিত আকারে এ কার্যক্রম শুরু হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানান, ১৯ পাস পর গতকাল থেকে সীমিত পরিসরে দর্শনার্থীদের সচিবালয়ে প্রবেশের পাস দেয়া হচ্ছে। এখন জরুরি প্রয়োজনে সচিবালয়ে দৈনিক সীমিত আকারে দর্শনার্থী প্রবেশের পাস দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরো জানান, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীর পক্ষে তাদের একান্ত সচিবরা ১০টি, মন্ত্রিপরিষদ সচিব, সিনিয়র সচিব এবং সচিবদের পক্ষে তাদের একান্ত সচিবরা পাঁচটি এবং অতিরিক্ত সচিবরা তিনটি করে পাস ইস্যু করতে পারবেন।

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ২০২০ সালের ১৯ মার্চ থেকে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ পাস বন্ধ করেছিল সরকার।

দৈনিক সংক্রমণের হার বর্তমানে দুই শতাংশের নিচে নেমে এসেছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত মাসের তুলনায় এ মাসে শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৭২ শতাংশ।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ