ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

টিসিবির পণ্য বিক্রি চলবে রোববার পর্যন্ত

প্রকাশনার সময়: ২৮ অক্টোবর ২০২১, ১৯:৩১ | আপডেট: ২৮ অক্টোবর ২০২১, ১৯:৩৭

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দেশব্যাপী পণ্য বিক্রির কার্যক্রম গত ৬ অক্টোবর থেকে শুরু হয়ে বৃহস্পতিবার শেষ হওয়ার কথা থাকলেও তা চলবে আগামী ৩১ অক্টোবর রোববার পর্যন্ত।

বৃহস্পতিবার টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বাজারে চাহিদার কথা বিবেচনা করে বিক্রি কার্যক্রম তিন দিন বাড়ানো হয়েছে। এ সময়ে আগের দামেই সকল পণ্য বিক্রি করা হবে।

হুমায়ুন কবির বলেন, ‘বাজার পরিস্থিতি বিবেচনায় আগামী মাসেও টিসিবির নিত্যপণ্য বিক্রি চালিয়ে যাওয়ার কথা রয়েছে। তবে এখনো এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। নভেম্বরের প্রথম সপ্তাহে আবারো এ কার্যক্রম চালু হতে পারে।’ টিসিবির ট্রাক থেকে প্রতিকেজি চিনি পাওয়া যাবে ৫৫ টাকায়, একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি চিনি কিনতে পারবেন। প্রতিকেজি মসুর ডাল পাওয়া যাবে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি কিনতে পারবেন। পেঁয়াজ পাওয়া যাবে ৩০ টাকা দরে, যা একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি কিনতে পারবেন।

এছাড়া সয়াবিন তেল ১০০ টাকা লিটারে একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার নিতে পারবেন। দেশব্যাপী ৪০০ থেকে ৪৫০ জন ডিলারের ভ্রাম্যমাণ ট্রাকে এ বিক্রি কার্যক্রম চলছে বলেও জানায় টিসিবি।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ