ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

চিকিৎসা নিতে এসে লাশ হয়ে ফিরলেন নারী

প্রকাশনার সময়: ২৭ অক্টোবর ২০২১, ১৯:২৩

ডায়াবেটিসের চিকিৎসা নেয়ার উদ্দেশ্যে রাজধানীর মাতুয়াইলের শিশু-মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে যাচ্ছিলেন মুক্তারা বেগম (৪৭)। তবে হাসপাতালে ঢোকার ঠিক আগমুহূর্তেই বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক। বুধবার সকালে এ ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার এসআই সাদ্দাম হোসেন জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ গিয়ে আহত নারীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। তার কাছে একটি চিকিৎসা ব্যবস্থাপত্র পাওয়া গেছে। তাকে চাপা দেয়া পিকআপটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, মুক্তারার বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মধ্য মহিষায়। তার স্বামীর নাম আরব আলী। তিনি ডায়াবেটিসে ভুগছিলেন। চিকিৎসা নিতে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি মাতুয়াইলের শিশু-মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে পৌঁছান। তখনই একটি পিকআপ তাকে চাপা দেয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সকাল সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ