ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিযুক্ত হলেন সেনা কর্মকর্তা মেজর জেনারেল মো. ওয়াহিদ-উজ-জামান।
চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে তার চাকরি সুরক্ষাসেবা বিভাগে ন্যস্ত করেছে সরকার। গত সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
একইসঙ্গে আরেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ রহমানকে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যানের পদ দেওয়া হয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করেছে সরকার।
পাসপোর্ট অধিদফতরের বর্তমান ডিজি মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরী এবং বেপজার বর্তমান নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল নজরুল ইসলামকে সেনাবাহিনীতে ফিরিয়ে আনতে উভয়ের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ