ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

দেশে এলো সিনোফার্মের আরও ২ লাখ টিকা

প্রকাশনার সময়: ২৬ অক্টোবর ২০২১, ১৯:৩৯
ফাইল ছবি

দেশে তুলনামূলকভাবে কমে আসছে করোনার সংক্রমণ ও মৃত্যের সংখ্যা। গণহারে টিকা দেওয়ার ফলে সংক্রমণ কম হচ্ছে বলে সম্প্রতি দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এদিকে চীনের করোনা প্রতিরোধী সিনোফার্মের আরও দুই লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেল ৪টা ১০ মিনিটে টিকার এ চালানটি বিমান যোগে বাংলাদেশে পৌঁছায়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ও সাবেক রেলওয়ে সচিব ফিরোজ সালাউদ্দিন উপস্থিত থেকে টিকার এ চালান গ্রহণ করেন।

রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে চীন থেকে এ দুই লাখ ডোজ সিনোফার্মের টিকা এসেছে বলে জানানো হয়েছে।

চলতি বছরের ২৭ জানুয়ারি থেকে দেশে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে ৬ কোটি ১৪ লাখ ৮৯ হাজার ৭৫৩ জনকে টিকাদান করা হয়। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৬২ লাখ ৭ হাজার ৬৮৮ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ কোটি ৮ লাখ ৬২ হাজার ৬৫ জন।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ