ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

পুনরায় আন্দোলনে বিমানের পাইলটরা

প্রকাশনার সময়: ২৬ অক্টোবর ২০২১, ০০:৫৪

পুনরায় আন্দোলনে নেমেছেন বিমানের পাইলটরা। জানা গেছে, বেতন কাটা নিয়ে ক্ষুব্ধ হয়ে তারা আন্দোলনে নেমেছেন। আন্দোলনের প্রথম কর্মসূচিতে চুক্তির বাইরে কোনো কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। সোমবার (২৫ অক্টোবর) বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশন (বাপা) সভাপতি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মাহবুবুর রহমান বলেন, ‘মহামারিকালে বিমানে সবার বেতন কাটার সিদ্ধান্ত হয়েছিল; দেড় বছর বাদে অন্যদের আবার আগের মতো বেতন দেওয়ার সিদ্ধান্ত হলেও পাইলটদের ক্ষেত্রে তা হয়নি। এজন্য তিন মাস আগে পাইলটরা ধর্মঘটের হুমকি দিলেও বিমান কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলনে যায়নি।’

তিনি জানান, এরমধ্যে বিমানের চেয়ারম্যান, এমডিসহ সবার সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। কিন্তু দাবি পূরণ না হওয়ায় এ মাস থেকে ৭৫ ঘণ্টার বেশি দায়িত্ব পালন করবে না।

আন্দোলনের কারণে সোমবার দুবাই, আবুধাবি ও মাসকটের ফ্লাইটে পাইলট না পাওয়ায় দেরি করে ছেড়েছে।

এর আগেও করোনাভাইরাসের কারণে কর্তন করা সবার বেতন পুরো ফেরত দিলেও পাইলটদের ওভারসিজ অ্যালাইন্স বাদ দিয়ে বেতন ফেরত দেওয়া হয়। যে কারণে তখন পাইলটরা আন্দোলনে গিয়েছিলেন।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ