ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

রিমান্ড শেষে কারাগারে আরজে নিরব

প্রকাশনার সময়: ২৫ অক্টোবর ২০২১, ১৮:২২

দেশের ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের হেড অব সেলস, কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন অফিসার হুমায়ুন কবির নিরব ওরফে আরজে নিরবকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

দ্বিতীয়দফা রিমান্ড শেষে সোমবার তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকা মহানগর হাকিম মাসুদ উর রশিদ।

একই আদালত গত ১৮ অক্টোবর প্রতিষ্ঠানটির মালিক রিপন মিয়ার দুইদিন এবং নিরবের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই রিমান্ড শেষে লালবাগ থানার এ মামলায় সিআইডি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাখাওয়াত হোসেন আসামি নিরবকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

নিরবের পক্ষে আইনজীবী নূর-এ-আলম চৌধুরী জামিন শুনানিতে দাবি করেন, কিউকমের একজন কর্মচারী মাত্র আরজে নিরব। গত ১ জুন তিনি যোগদান করেন। ২ অক্টোবর চাকরি থেকে অব্যাহতি দিয়েছেন। অস্বীকার করছি না আরজে নিরব কিউকমে কাজ করেননি। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি আশ্বাস দিয়েছেন পণ্য দেওয়ার। কিন্তু সে তিনি কিছু করতে পারেন না। সেখানকার শেয়ার হোল্ডারও না। কাজেই এ অভিযোগ তার ওপর বর্তায় না।

আইনজীবী বলেন, ‘১০ হাজার টাকা বেতনে আরজে হিসেবে কাজ শুরু করেন নিরব। পরবর্তীতে তার স্যালারি হয় ৩০ হাজার টাকা। এরপর তিনি ৮০ হাজার টাকা বেতনে একটি এফএম রেডিওতে জয়েন্ট করেন। করোনার কারণে তাকে স্যালারি দেওয়া হতো ৩০ হাজার টাকা। তার দেড় বছরের একটা বাচ্চা রয়েছে। মুক্তিযোদ্ধা বাবা রয়েছে। স্ত্রী গৃহিনী। লালমাটিয়ায় বাসা ভাড়া করে থাকেন। সবাই তার ওপর নির্ভরশীল। ঠিকমত বাসা ভাড়া দিতে পারেন না। হঠাৎ কিউকম থেকে দেড় লাখ টাকা বেতনে চাকরির অফার পান। সংসারের এ অবস্থার কারণে তিনি সেখানে যোগদান করেন। তিনি প্রতারণার সঙ্গে জড়িত নন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে নিরবকে কারাগারে প্রেরণ করেন।’

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ