দেশের ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের হেড অব সেলস, কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন অফিসার হুমায়ুন কবির নিরব ওরফে আরজে নিরবকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
দ্বিতীয়দফা রিমান্ড শেষে সোমবার তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকা মহানগর হাকিম মাসুদ উর রশিদ।
একই আদালত গত ১৮ অক্টোবর প্রতিষ্ঠানটির মালিক রিপন মিয়ার দুইদিন এবং নিরবের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই রিমান্ড শেষে লালবাগ থানার এ মামলায় সিআইডি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাখাওয়াত হোসেন আসামি নিরবকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
নিরবের পক্ষে আইনজীবী নূর-এ-আলম চৌধুরী জামিন শুনানিতে দাবি করেন, কিউকমের একজন কর্মচারী মাত্র আরজে নিরব। গত ১ জুন তিনি যোগদান করেন। ২ অক্টোবর চাকরি থেকে অব্যাহতি দিয়েছেন। অস্বীকার করছি না আরজে নিরব কিউকমে কাজ করেননি। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি আশ্বাস দিয়েছেন পণ্য দেওয়ার। কিন্তু সে তিনি কিছু করতে পারেন না। সেখানকার শেয়ার হোল্ডারও না। কাজেই এ অভিযোগ তার ওপর বর্তায় না।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ