ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

রাজধানীতে ফার্নিচারের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

প্রকাশনার সময়: ২৩ অক্টোবর ২০২১, ২৩:৪২ | আপডেট: ২৩ অক্টোবর ২০২১, ২৩:৪৪
সংগৃহীত ছবি

রাজধানীর উত্তর বাড্ডায় ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

শনিবার রাত ১০টার দিকে উত্তর বাড্ডার সাতারকুল রোডে সাত তলা ভবনের নিচতলায় ফার্নিচারের দোকানে ও পাশে কেমিক্যালের দোকানে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি আরো জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সাতটি ইউনিট। এছাড়া পাশের ভবনে কেমিক্যালের কারখানা থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। এ জন্য আশপাশের ভবনের বাসিন্দাদের সরিয়ে নিয়েছে পুলিশ।

তবে আগুনের সূত্রপাত ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ