দেশে করোনাভাইরাসের তাণ্ডব অনেকটা নিয়ন্ত্রণে আসার ধারায় গত ২৪ ঘণ্টায় ৩৫ জেলায় নতুন রোগী পাওয়া যায়নি। তবে মৃত্যু ও শনাক্ত রোগী আগের দিনের চেয়ে বেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মোট ২৭৮ জন রোগী শনাক্তের খবর দিছে। তাদের নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৭ হাজার ৪১৭।
এই সময়ে মারা গেছে ৯ জন, তাদের নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ৮১৪।
স্বাস্থ্য অধিদপ্তরে হিসাবে ২৪ ঘণ্টায় সেরে উঠেছে ২৯৪ জন। তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৩০ হাজার ৯৪১ জন।
সক্রিয় রোগীর সংখ্যা নেমেছে ৯ হাজারেরও নিচে। এখন করোনাভাইরাস সংক্রমণ নিয়ে সারাদেশে রয়েছে ৮ হাজার ৬৬২ জন।
এদিন ময়মনসিংহ বিভাগ ছিল নতুন রোগীশূন্য। বিভাগের চার জেলায় ১৬৯টি নমুনা পরীক্ষা করে একজন রোগীও পাওয়া যায়নি। রাজশাহী জেলায় ১৮৫টি নমুনা পরীক্ষা করে নতুন রোগী পাওয়া যায়নি।
মোট ৩৫টি জেলায় নতুন রোগীর সংখ্যা শূন্য হলেও এর মধ্যে ১১টি জেলায় গত ২৪ ঘণ্টায় কোনো নমুনাই পরীক্ষা হয়নি।
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ