বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, তিস্তা নদীর পাড় উন্নয়নে একটি মহাপরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলমান রয়েছে। দ্রুতই কাজ শুরু করা হবে।
শুক্রবার রাতে জেলা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ ও এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, নদী ব্যবস্থাপনার কাজ ২০৩১সালের মধ্যে শেষ হবে। এ জন্য বাজেট ধরা হয়েছে ৩৭ বিলিয়ন ডলার। প্রতিবছর ৩ দশমিক ৭বিলিয়ন ডলার ব্যায়ে তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা, পদ্মা, মেঘনাসহ সব নদী শাসন করা হবে। সেই সাথে টেকসই বাঁধ নির্মাণ করা হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষ সহায়তা পাবেন এবং তাদের পুনর্বাসন করা হবে।
জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ বক্তব্য দেন।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ