ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

আরও ১২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে

প্রকাশনার সময়: ২২ অক্টোবর ২০২১, ১৮:২৪

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ভর্তি আছেন ১১৬ জন আর বাকি সাত জন ঢাকার বাইরের হাসপাতালে।

আজ শুক্রবার (২২ অক্টোবর) ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়।

কন্ট্রোল রুম জানিয়েছে, বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৭৮০ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে ৬২৫ জন আর অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১৫৫ জন।

চলতি বছরে এখন পর্যন্ত মোট ২২ হাজার ১৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, আর তাদের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ২১ হাজার ২৬৬ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কন্ট্রোল রুম।

কন্ট্রোল রুম জানিয়েছে, চলতি মাসের প্রথম ২১ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৯৩৩ জন আর মৃত্যু হয়েছে ১৫ জনের।

চলতি বছরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছেন গত সেপ্টেম্বর মাসে। এ মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট সাত হাজার ৮৪১ জন রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে, এর আগের মাসে অর্থাৎ আগস্ট মাসে ভর্তি হয়েছিলেন সাত হাজার ৬৯৮ জন।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ