ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

‘সতর্ক হোন, আবারও সংক্রমণ বাড়ছে’

প্রকাশনার সময়: ২০ অক্টোবর ২০২১, ১৮:৪৮

দেশে তুলনামূলকভাবে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু কমে গেছে। তবে এই নিম্নগতির মধ্যেও গত কয়েকদিনে দেখা গেছে ভিন্ন চিত্র। সংক্রমণ এবং মৃত্যু সামান্য বেড়েছে। বিষয়টি মনে করিয়ে দিয়ে দেশবাসীকে সতর্ক করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম- ‘সতর্ক হোন, করোনার সংক্রমণ আবারও বাড়ছে।’

আজ বুধবার (২০ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এই সম্মেলনে ডা. এবিএম খুরশীদ আলম বলেন, সাবধান হওয়ার উপযুক্ত সময় এটাই, যেন আমরা ভাইরাসটিকে সম্পূর্ণ নির্মূল করতে পারি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের উদ্দেশে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, করোনা প্রতিরোধে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে আপনারা বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করেছেন। মানুষকে সচেতন করার ক্ষেত্রে আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন বলেই হাসপাতালের ওপর চাপ কমেছে। আমরাও চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতে পেরেছি।

স্বাস্থ্য অধিদপ্তরের এই মহাপরিচালক আরও বলেন, রাস্তা-ঘাটে, বাজারে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে গা-ছাড়া ভাব লক্ষ্য করা যাচ্ছে। এটা আমাদের জন্য বিপদ ডেকে আনতে পারে। ভাইরাসটি সম্পূর্ণ নির্মূল হওয়া কিংবা অন্তত ৮০ শতাংশ মানুষকে টিকা না দেওয়া পর্যন্ত স্বাস্থ্যবিধির ক্ষেত্রে শিথিলতার কোনো সুযোগ নেই। নিজে যেমন সাবধান হতে হবে, তেমনি অন্যকেও সাবধান করতে হবে।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ