ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

পাঁচ কোটি ৮৮ লাখ ভ্যাকসিন প্রয়োগ সম্পূর্ণ

প্রকাশনার সময়: ২০ অক্টোবর ২০২১, ০১:৩৫
সংগৃহীত ছবি

দেশে এ পর্যন্ত ভ্যাকসিন এসেছে মোট ৭ কোটি ১৫ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ। মঙ্গলবার পর্যন্ত ৫ কোটি ৮৮ লাখ ১ হাজার ৫৫ ডোজ দেয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ভ্যাকসিন মজুত আছে আর ১ কোটি ২৭ লাখ ৬৯ হাজার ৩৬২ ডোজ। এ পর্যন্ত প্রথম ডোজ দেয়া হয়েছে ৩ কোটি ৯১ লাখ ৬৮ হাজার ৯৪৮ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৯৬ লাখ ৩২ হাজার ১০৭ জন।

মঙ্গলবার একদিনে দুই ডোজ মিলিয়ে দেয়া হয়েছে মোট ৫ লাখ ৬২ হাজার ২৭৪ ডোজ ভ্যাকসিন। এগুলো দেয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ভ্যাকসিনদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেয়া হয়েছে ৪১ হাজার ২২৯ জনকে এবং দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে এক হাজার ১২৯ জনকে।

ফাইজারের প্রথম ডোজ দেয়া হয়েছে ২১ হাজার ৩ জনকে এবং দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে এক হাজার ৯৭৮ জনকে।

এছাড়া সিনোফার্মের ভ্যাকসিন আজ প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ৬৮ হাজার ৫২৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন দুই লাখ ২৮ হাজার ৪০৭ জন। তবে মডার্নার ভ্যাকসিন মঙ্গলবার কাউকে দেয়া হয়নি।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ