এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ থেকে আরেক চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই চিকিৎসকের নাম জয়দেব চন্দ্র দাস (২৫)।
আজ রবিবার (১৭ অক্টোবর) সকালে নিকুঞ্জ ২-এর ১৫ নম্বর রোডের ৮ নম্বর বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
এর আগে গত সপ্তাহে নিকুঞ্জ থেকে মাহফুজা আক্তার মুন্নি (২৫) নামে এক চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির আহমেদ চিকিৎসক জয়দেব চন্দ্র দাসের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, যে ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে সেখানে চিকিৎসকরা মেস করে থাকতেন। মৃত দেবাশীষ কুমার দাস সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে পাস করেছেন। তবে তিনি ঢাকায় কোনো হাসপাতালে চাকরি করছিলেন কি-না তা প্রাথমিকভাবে জানা যায়নি।
পুলিশ জানায়, তিনদিন আগে দেবাশীষ বাসায় প্রবেশ করেছেন। এরপর আর বের হননি। মৃত্যুর কারণ তদন্ত করা হচ্ছে।মরদেহের আলামত সংগ্রহ শেষে সুরতহাল করার পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানিয়েছে পুলিশ।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ