ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

‘মন্দিরে হামলাকারীরা মুক্তিযুদ্ধের শত্রু’

প্রকাশনার সময়: ১৭ অক্টোবর ২০২১, ১৬:১৫
ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মন্দিরে যারা হামলা করেছে তারা মুক্তিযুদ্ধের শত্রু। আওয়ামী লীগ সরকারের গত ১২ বছরে হিন্দুদের দুর্গাপূজায় কোনো সহিংসতা বা সমস্যা হয়নি। এবার ‘সাম্প্রদায়িক অপশক্তি’ পরিকল্পিতভাবে এই অপকর্ম করেছে বলে মন্তব্য করেছেন তিনি।

আজ শনিবার রাজবাড়ী আওয়ামী লীগের সম্মেলনে ঢাকার বাসা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মন্দিরে হামলাকারীদের সঙ্গে জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না। ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

দেশের উন্নয়ন সহ্য না হলে গাত্রদাহ হওয়া স্বাভাবিক মন্তব্য করে তিনি বলেন, ধর্মবিশ্বাসকে পুঁজি করে ধর্মীয় চেতনাবিরোধী তৎপরতায় সহিংসতার সুযোগ খুঁজছে একটি মহল। তাদের আর ছাড় দেয়া হবে না।

কুমিল্লাসহ বিভিন্ন স্থানের ঘটনায় সরকারের জড়িত থাকার অভিযোগ বিএনপির, সে বিষয়ে ওবায়দুল কাদের বলেন, দেশে স্থিতিশীলতা চায় সরকার, কোন দুঃখে এসব করতে যাবে? তারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে।

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা হয়েছে বা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এর পেছনে মদদদাতাদের সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে।

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী করতে বিতর্কিতদের নাম কেন্দ্রে না পাঠানোর ওপর জোর দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যারা এমনটি করবে, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। দলে বা নির্বাচনে বঞ্চিত হওয়ারা ধৈর্য ধরলে তাদের ত্যাগের মূল্যায়ন করবেন শেখ হাসিনা।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ