রাজধানীতে দুই বাসের প্রতিযোগিতা নতুন নয়। প্রতিনিয়তই লক্ষ্য করা যায় বাসের পারাপারি। আর এতে মারাত্মক ঝুঁকিতে থাকে যাত্রীরা। এবার রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে ওঠার সময় দুই বাস প্রতিযোগিতা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে গেছে।
এতে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের দুই নারী খেলোয়াড়সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর গুলিস্তান টোল প্লাজার সামনে এ ঘটনা ঘটে।
এদিকে দুর্ঘটনার পরই যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে যান। দুর্ঘটনায় আহত দুই খেলোয়াড় হলেন- মোছা. সনিয়া আকতার (২১) ও মোছা. হাসনা আকতার (২০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
আনসারের কাবাডি টিমের প্রশিক্ষক ফারহানা সুলতানা শিলা বলেন, ‘সামনে এসএ গেমস। আর ওই গেমসে অংশ গ্রহণের জন্য গত ৩ অক্টোবর ক্যাম্পে এসেছিলেন সনিয়া ও হাসনা। সেখানে বাছাইয়ে তারা দুজনই বাদ পড়েন। তাই বিকেলে ডেমরার বাসায় ফিরছিলেন গুলিস্তান থেকে আশিয়ান সিটি পরিবহনে।তারা দুজনই আনসার (বিডিপি) হয়ে খেলতেন।’
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ