ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

হানিফ ফ্লাইওভারে উল্টে গেল যাত্রীবাহী বাস

প্রকাশনার সময়: ১৫ অক্টোবর ২০২১, ২২:০০

রাজধানীতে দুই বাসের প্রতিযোগিতা নতুন নয়। প্রতিনিয়তই লক্ষ্য করা যায় বাসের পারাপারি। আর এতে মারাত্মক ঝুঁকিতে থাকে যাত্রীরা। এবার রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে ওঠার সময় দুই বাস প্রতিযোগিতা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে গেছে।

এতে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের দুই নারী খেলোয়াড়সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর গুলিস্তান টোল প্লাজার সামনে এ ঘটনা ঘটে।

এদিকে দুর্ঘটনার পরই যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে যান। দুর্ঘটনায় আহত দুই খেলোয়াড় হলেন- মোছা. সনিয়া আকতার (২১) ও মোছা. হাসনা আকতার (২০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

আনসারের কাবাডি টিমের প্রশিক্ষক ফারহানা সুলতানা শিলা বলেন, ‘সামনে এসএ গেমস। আর ওই গেমসে অংশ গ্রহণের জন্য গত ৩ অক্টোবর ক্যাম্পে এসেছিলেন সনিয়া ও হাসনা। সেখানে বাছাইয়ে তারা দুজনই বাদ পড়েন। তাই বিকেলে ডেমরার বাসায় ফিরছিলেন গুলিস্তান থেকে আশিয়ান সিটি পরিবহনে।তারা দুজনই আনসার (বিডিপি) হয়ে খেলতেন।’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আহত দুই নারী খেলোয়াড় ঢামেকে চিকিৎসাধীন। একজনের বামে পায়ে জখম হয়েছে। আরেকজনের মাথায়সহ কয়েক স্থানে আঘাত লেগেছে। তবে দুজনই আশঙ্কামুক্ত। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।’

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ