ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘নিত্যপ্রয়োজনীয় জিনিসে হাত দিলে বৈদ্যুতিক শক করে’

প্রকাশনার সময়: ১৫ অক্টোবর ২০২১, ১৮:৪০

বর্তমানে দেশের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যগুলোতে হাত দিলে বিদ্যুতে যেমন শক করে তেমনই শক করে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটা সরকারের নিয়ন্ত্রণ তো দূরে থাক, সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে। কথা বলার অধিকার নাই, গণতন্ত্র নাই, ভোটের অধিকার নাই। আর সরকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়াচ্ছে। কারণ তাদের লোকের পকেট যেন ভারী হয়।

শুক্রবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলা‌দেশ জাতীয় দলের উদ্যোগে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

কুমিল্লার ঘটনার বিষয়ে রিজভী বলেন, সরকার দেখাচ্ছে- এই দেশে সাম্প্রদায়িক যাই হোক আমরা কঠোর হস্তে দমন করতে পারি।

আয়োজক সংগঠনের সভাপতি এহসানুল হক হুদার সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ