ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

ভ্যাকসিনের আওতায় দেশের ৫ কোটি ৬৫ লাখ মানুষ

প্রকাশনার সময়: ১৫ অক্টোবর ২০২১, ০৬:৩০
সংগৃহীত ছবি

দেশের ৫ কোটি ৬৪ লাখ ৯৯ হাজার ৫৫৫ জন মানুষ করোনার (কোভিড-১৯) ভ্যাকসিনের আওতায় এসেছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৩ কোটি ৭৭ লাখ ৪৬ হাজার ৫৩১ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ কোটি ৮৭ লাখ ৫৩ হাজার ২৪ জন।

গতকাল বৃহস্পতিবার একদিনে সারা দেশে ভ্যাকসিন নিয়েছেন ৪ লাখ ৩২ হাজার ৮৬৩ জন মানুষ।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। এর আগে গত ২৭ জানুয়ারি দেশে করোনার ভ্যাকসিন কর্মসূচি শুরু হয়।

এদিকে, ভ্যাকসিন নিতে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন মোট পাঁচ কোটি ৪০ লাখ ৬৩ হাজার ৩৬২জন।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ