প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি মাসের শেষের দিকে স্কটল্যান্ড সফরে যাচ্ছেন। সেখানকার গ্লাসগোতে আগামী মাসের শুরুতে জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন কপ-২৬ অনুষ্ঠিত হবে। সম্মেলনে যোগদান শেষে লন্ডন এবং সেখান থেকে প্যারিস যাবেন তিনি। এ উপলক্ষে আগামী ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী স্কটল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাজধানীর নিজ বাসভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান। রোমানিয়া ও সার্বিয়া সফর শেষে দেশে ফেরার পর এদিন সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, কপ-২৬ সম্মেলনে যোগ দিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। আগামী ১ থেকে ৩ নভেম্বর কপ-২৬ সম্মেলনের উচ্চ পর্যায়ের ইভেন্টে যোগ দেবেন তিনি। ক্লাইমেট ভালনারেবল ফোরামের, সিভিএফ, প্রেসিডেন্ট হিসেবে সেখানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ড. মোমেন বলেন, জলবায়ু সম্মেলন চলাকালে গ্লাসগোতে আমরা একটা সাইড ইভেন্ট করার চেষ্টা করছি। সিভিএফ ও কপ-২৬ হাই লেভেল সামিট হবে এটা, যা আমরা জয়েন্টলি করব। পাশাপাশি আরও কিছু প্রস্তাব আসছে, সেটা নিয়েও কাজ করছি আমরা।
প্রসঙ্গত, আগামী ৩১ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হবে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-২৬। এতে বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা যোগ দেবেন।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ