সুইস ব্যাংকে আটকে থাকা তার ৮২ মিলিয়ন ডলার ফিরে পেলে দ্বিতীয় পদ্মা সেতু করে দেওয়ার পাশাপাশি পুলিশকে ৫০০ কোটি টাকা ও দুদকের ভবন করে দেওয়ার ইচ্ছের কথা জানিয়েছেন আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসের।
মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে ডিবি কার্যালয়ে যান মুসা বিন শমসের। সেখানে সাড়ে তিন ঘণ্টার বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে ডিবি কার্যালয়ের গেটে সাংবাদিকদের এ কথা বলেন ডিবির যুগ্ম-পুলিশ কমিশনার হারুন-অর-রশীদ।
হারুন-অর-রশীদ বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভুয়া অতিরিক্ত সচিব আব্দুল কাদেরের বিষয়ে বিকেলে মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মুসা বিন শমসের বলেছেন, তার সুইচ ব্যাংকে আটকেক থাকা ৮২ মিলিয়ন ডলার পেলে তিনি পুলিশকে ৫০০ কোটি টাকা দিতে চেয়েছেন। এছাড়া তিনি দ্বিতীয় পদ্মা সেতু ও দুদকের ভবন করে দিতে চেয়েছেন।
ডিবির এ কর্মকর্তা বলেন, মুসা বিন শমসেরকে আমার কাছে রহস্যময় মানুষ মনে হয়েছে। প্রতারক আব্দুল কাদের একজন নাইন পাস লোক, তাকে মুসা বিন শমসের উপদেষ্টা বানালেন কেন? ২০ কোটি টাকার চেক দিলেন কেন? উনি বলেছে, লাভ দেবে। কিন্তু উদ্দেশ্য আমরা জানি না। মুসা সাহেব দেখেছেন কাদের বড় বড় লোকের সঙ্গে কথা বলেন। বাস্তবে এ কাদেরের সঙ্গে উনার অনেক সম্পর্ক রয়েছে। উনি বাবা সোনা ডাকেন। ছেলের চেয়ে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক।
৮২ মিলিয়ন ডলার প্রসঙ্গে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। তিনি বলেছেন, সুইচ ব্যাংকে তার টাকাটা আছে। তিনি ওই টাকা পেলে পুলিশকে ৫০০ কোটি টাকা দিতে চেয়েছেন। এছাড়া দ্বিতীয় পদ্মা সেতু ও দুদকের ভবন করে দিতে চেয়েছেন।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ