মানিকগঞ্জে সবজি ব্যবসায়ীকে হত্যা করে টাকা-ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এছাড়া চাঁদপুরে ব্যবসায়ী, চট্টগ্রামে কিশোরসহ দুজন ও শিবপুরে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্টাফ রিপোর্টার, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
মানিকগঞ্জ: সদরে রবিন মিয়া (২২) নামে এক সবজি ব্যবসায়ীকে হত্যা করে ব্যাটারিচালিত ইজিবাইক ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার সকাল ৮টার দিকে বেতিলা-বালিরটেক সড়কের তেরদোনা এলাকার একটি ফসলি জমি থেকে ওই ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রবিন হাকিপাড়া ইউনিয়নের কলাসি গ্রামের মুজিবুর রহমানের ছেলে।
চাঁদপুর: চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের পাশে জলাশয় থেকে অসিম (৩৫) নামে মিষ্টান্ন ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে শহরের ষোলঘর পানি উন্নয়ন বোর্ড ও সড়ক বিভাগের জায়গার জলাশয় থেকে মরদেহটি উদ্ধার হয়। নিহত অসিম শহরের কোড়ালিয়া এলাকার মানিকের ছেলে। শহরের পালবাজারের মানিক রেস্টুরেন্ট নামে ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন।
চট্টগ্রাম: লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের কুসাঙ্গের পাড়ার পুকুর থেকে জনি চন্দ্র দাশ (১৮) নামে এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। সে স্থানীয় ধোপা পাড়ার সুনীল চন্দ্র দাশের ছেলে এবং মনুফকির হাট বাজারে ধোপার দোকানে কাজ করত। জানা যায়, জনি গত শনিবার রাত ৮টার দিকে মোবাইলে কল এলে দোকান থেকে বের হয়ে যায়। এর থেকে আর বাড়িতে আসেনি। সোমবার তার মরদেহ কুসাঙ্গের পাড়ার পুকুরে ভাসতে দেখতে পেয়ে শিমুল নামের এক যুবক পরিবারের সদস্যদের জানায়।
শিবপুর (নরসিংদী) : শিবপুরে একটি পুকুরের পাড় থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা উপজেলার ঘাগটিয়া নামাপাড়ার মান্নান হাজীর পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ