ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

টোয়েন্টিফোর টিকিট ডটকমের ৫০ কোটি টাকা আত্মসাৎ 

প্রকাশনার সময়: ১২ অক্টোবর ২০২১, ০০:০২

অনলাইন টিকিটিং এজেন্সি ‘টোয়েন্টিফোর টিকিট ডটকম’ দুই বছরে প্রায় ৫০ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গতকাল সোমবার সকালে সিআইডির সদর দফতরে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক কামরুল হাসান এই তথ্য জানান।

তিনি জানান, প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে অনলাইন টিকিটিং এজেন্সি প্রতিষ্ঠানটির বোর্ড অব ডিরেক্টরের এক সদস্য এম মিজানুর রহমান সোহেলকে সাইবার পুলিশ সেন্টারের একটি টিম গত রোববার পুরান ঢাকা থেকে গ্রেফতার করেছে।

এরআগে গত ৪ অক্টোবর চুয়াডাঙ্গা থেকে এই প্রতিষ্ঠানের পরিচালক রফিকুল হাসানকেও গ্রেফতার করেছিল সাইবার পুলিশ।’ তাদের বিরুদ্ধে প্রতারণা, অর্থআত্মসাৎ ও মানিলন্ডারিং আইনে মামলা রয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘তারা ফেসবুক ও ওয়েবসাইটে মিথ্যা তথ্য প্রচার করে অর্থ আত্মসাৎ ও ডিজিটাল প্রতারণা করছিল।’ ‘২০১৯ সালের মে মাসে যাত্রা শুরু অনলাইন টিকিটিং এজেন্সি টোয়েন্টিফোর টিকিট ডটকম। তারা গত দুই বছরে প্রায় ৫০ কোটি টাকা আত্মসাৎ করেছে।’

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ