রাজধানী ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় একটি কাগজের রোল তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার জামগড়ার শিমুলতলা এলাকার আনোয়ার সিএনজি স্টেশনের বিপরীতে জামান মার্কার নামক প্রতিষ্ঠানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ডিইপিজেড ফায়ার সার্ভিস জানায়, রাত সাড়ে ১১টার দিকে শিমুলতলা ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় ডিইপিজেড স্টেশনের আরও একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়।
এ প্রসঙ্গে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন আগুন নিয়ন্ত্রণে চারটি ইউনিট কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ