নীলফামারীতে ট্রাক্টর-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এছাড়া সিলেটে অটোরিকশার দুই যাত্রী, গাজীপুরে মোটরসাইকেল আরোহী, মাগুরায় মোটরসাইকেল আরোহী, সিংগাইরে মোটরসাইকেল আরোহী, নারায়ণগঞ্জে স্কুলছাত্র, নওগাঁয় যুবক, দিনাজপুরে ইজিবাইক চালক, বান্দরবানে কলেজছাত্র নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর :
নীলফামারী : ডোমারে ট্রাক্টর-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশু ও ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার রাত ৮টায় ডোমার উপজেলার বোড়াগাড়ী-গোমনাতী সড়কের পাঠানপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের ময়দানপাড়া এলাকার আবুল হোসেন (৫৫) ও নীলফামারী সদর উপজেলার রামগঞ্জ এলাকার নুরনবী ইসলামের আট মাসের শিশু কন্যা সাবিহা সুলতানা। এ সময় বামুনিয়া ইউনিয়নের আবুল কাশেমের স্ত্রী মালেকা বেগম (৫০) ও নিহত শিশুর মা সুবর্ণা বেগম (২৫) গুরুতর আহত হয়েছেন।
বামুনিয়া ইউপি চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট জানান, শনিবার রাত ৮টায় গোমনাতী থেকে অটোভ্যানযোগে নিজ বাড়ি ময়দানপাড়া যাচ্ছিল তারা। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর বোড়াগাড়ী থেকে গোমনাতী যাওয়ার সময় পাঠানপাড়া এলাকায় মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে শিশু সাবিহা মারা যায়। গুরুতর আহত হন ভ্যানচালক আবুল হোসেন, সাবিহার মা সুবর্ণা বেগম ও নানি মালেকা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে ভ্যানচালক আবুল হোসেনের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন দায়িত্বরত চিকিৎসক। রংপুর নেয়ার পথিমধ্যে আবুল হোসেন মারা যান।
সিলেট : ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা শিশুসহ দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। রোববার দুপুরে ঝাওয়ারখাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।
জানা যায়, ছাতক থেকে গোবিন্দগঞ্জমুখী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি সড়কের ঝাওয়ারখাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় সেটি উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে রাখেন।
গাজীপুর : ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত ও অপর একজন আহত হয়েছেন। রোববার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালকের নাম বিল্লাল হোসেন (৩২)। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মহিষারন গ্রামের ঈমান আলীর ছেলে বিল্লাল ঢাকায় ড্রাইভারের চাকরি করতেন। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে।
পুলিশ জানায়, ময়মনসিংহের বাসা থেকে এক সঙ্গীকে নিয়ে রোববার মোটরসাইকেলযোগে ঢাকা যাচ্ছিলেন বিল্লাল হোসেন। পথে ভোর ৫টার দিকে শ্রীপুরের মাস্টারবাড়ী এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি পণ্যবাহী ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক বিল্লাল হোসেন নিহত ও তার সঙ্গী আহত হন। এলাকাবাসী আহতকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে প্রেরণ করে। ঘটনার সময় ট্রাকটিতে আগুন ধরে গেলে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার এবং মোটরসাইকেলসহ ঘাতক ট্রাকটি জব্দ করেছে।
মাগুরা : ঝিনাইদহ সড়কের ইছাখাদা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় কুন্তল বকসী (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি শালিখা উপজেলার আড়পাড়া দুর্গাপুর গ্রামের বিষ্ণুপদ বকসীর ছেলে। নিহত কুন্তল বকসী ট্রান্সকম ইলেকট্রনিক্স কোম্পানিতে মাগুরায় সেলস অফিসার হিসেবে কর্মরত ছিলেন। দুপুরে মাগুরা সদর ইছাখাদা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ : মালবোঝাই একটি ট্রাকের চাপায় মোটরসাইকেলে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক নিহত হন। নিহত চালকের নাম বিল্লাল হোসেন (৪৫)। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মহিসারং এলাকার মৃত ইমান আলীর ছেলে।
রোববার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাওনা হাইওয়ে থানা পুলিশ জানায়, বিল্লাল ভোরে মোটরসাইকেলে করে ময়মনসিংহের গৌরীপুর থেকে ঢাকা যাচ্ছিলেন। পথে একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দিলে তাতে আগুন ধরে যায়। ফলে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
সিংগাইর : হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার রাত ২টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের জয়মন্টপ বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী জয়মন্টপ ইউনিয়নের মিরিরচর গ্রামের আব্দুর রহিমের ছেলে রাসেল (২৬)।
নারায়ণগঞ্জ : সোনারগাঁ পৌরসভার দুলালপুর এলাকায় অবৈধভাবে গড়ে উঠা চুনের কারখানার চুনবোঝাই ট্রাকচাপায় জুনায়েদ হোসেন (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার বিকেলে ওই কারখানার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে।
নিহত স্কুলছাত্র জুনায়েদ হোসেন উপজেলার সনমান্দী ইউনিয়নের গোপারবাগ গ্রামের ইউসুফ মিয়ার ছেলে ও সনমান্দী হাছান খান উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। স্কুলছাত্র নিহতের ঘটনায় তার সহপাঠীরা হত্যার বিচারের দাবিতে আন্দোলনের ঘোষণা দেয়।
জানা যায়, সোনারগাঁ পৌরসভার দুলালপুর এলাকায় অবৈধভাবে গড়ে উঠা চুনের কারখানাটি অবৈধ গ্যাস দিয়ে কারখানা চালানোর অভিযোগে কয়েকবার প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা ও সিলগালা করে দেন। তারপরও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তারা অবৈধ কারখানাটি চালিয়ে যাচ্ছে। এই কারখানার সামনের রাস্তাটি মাত্র ৮ ফুট। সেই রাস্তায় ৮ ফুট প্রশস্তের একটি ট্রাক চলার মতো নয়।
নওগাঁ : ধামইরহাটে পাওয়ার ট্রলি উল্টে এক আদিবাসী যুবক নিহত হয়েছেন। জানা গেছে, রোববার বিকেলে উপজেলার ধামইরহাট ইউনিয়নের বেনিদুয়ার মিশনের ধানবোঝাই একটি পাওয়ার ট্রলি হরিতকীডাঙ্গা বাজার অভিমুখে রওনা দেয়। পথে বেনিদুয়ার চেয়ারম্যান মোড় নামক স্থানে ধানবোঝাই পাওয়ার ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নিচে খাদে পড়ে যায়। এতে পাওয়ার ট্রলির চালক পরেশ পাহানের (২২) ওপর পাওয়ার ট্রলির ইঞ্জিন পড়ে।
তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান। পরেশ পাহান ধামইরহাট ইউনিয়নের মইশড় মোল্লাপাড়া গ্রামের বিমল হাসদার ছেলে। তিনি বেনিদুয়ার মিশনে থেকে একটি কলেজে পড়াশুনা করতেন।
দিনাজপুর : পৌর শহরের শেরশাহ বটতলী মোড় এলাকায় বালুবাহী ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে শাহীনুর রহমান (৩৫) নামের এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। রোববার বেলা একটার দিকে ঢাকা-দিনাজপুর মহাসড়কের বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীনুর রহমান দিনাজপুর সদর উপজেলার মাসিমপুর সরকারপাড়া গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে।
জানা যায়, বালুবাহী ট্রলি দিনাজপুর টার্মিনালের দিক থেকে ফুলবাড়ী বাসস্ট্যান্ডের দিকে আসছিল। বেলা একটার দিকে বিপরীত দিক থেকে ইজিবাইকে যাত্রী নিয়ে বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন শাহীনুর রহমান। এ সময় বালুবাহী ট্রলিটির চালক নিয়ন্ত্রণ হারালে ইজিবাইকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। যাত্রী দুজনই রাস্তার বাঁ পাশে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই শাহীনুরের মৃত্যু হয়।
বান্দরবান : রোয়াংছড়ি সড়কে মোটরসাইকেলের ধাক্কায় সুবাস তংঞ্চঙ্গ্যা (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরো একজন। শনিবার রাতে আলেক্ষ্যং ইউনিয়নের পুরোনো স’মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন— বাস স্টেশন এলাকার বাইক চালক মো. আজিজ মোল্লাহ (২০) ও তাইম্রংছরা পাড়ায় বাসিন্দা মো. বাসাইয়া হৃদয় (১৯)।
জানা যায়, নিহত সুবাস রোয়াংছড়ি বাজার থেকে ফেরার পথে পুরোনো স’মিল এলাকায় পৌঁছালে সামনে থেকে আসা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে আহত সুবাস, আজিজ ও হৃদয়কে স্থানীয়রা উদ্ধার করে রোয়াংছড়ি উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়। বান্দরবান সদর হাসপাতালে পৌঁছানোর পর রাতে সুবাস তঞ্চঙ্গ্যার মৃত্যু হয়।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ