ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

প্রকাশনার সময়: ১০ অক্টোবর ২০২১, ১৯:৪৪

দেশে মহামারি করোনার প্রকোপ কিছুটা কমে আসলেও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমছে না। পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৬ জনে।

এসময় দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২১১ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ১২৯ জন।

রোববার (১০ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল শনিবার (৯ অক্টোবর) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২২৪ জন হাসপাতালে ভর্তি হন।

নতুন করে যারা বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে ঢাকাতেই ১৬৪ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৪৭ জন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (৯ অক্টোবর) পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছিল ৭৩ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৬৭ রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার ৪৫টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭৯৫ জন ও দেশের অন্য বিভাগগুলোতে ১৭২ রোগী ভর্তি রয়েছে।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ