ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জামিন নামঞ্জুর, মামুনুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ

অনলাইন ডেস্ক
প্রকাশনার সময়: ১০ অক্টোবর ২০২১, ১৬:২০
মামুনুল হক

সোনাডাঙ্গা থানায় দা‌য়ের করা বি‌স্ফোরক মামলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের জামিন আবেদন নামঞ্জুর ক‌রে কারাগা‌রে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ রোববার সকালে খুলনার আদালতে অতিরিক্ত মহানগর দায়রা জজ এস এম আশিকুর রহমানের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কে এম ইকবাল হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূ‌ত্রে জানা গে‌ছে, সোনাডাঙ্গা থানায় দা‌য়ের করা বি‌স্ফোরক মামলায় আজ সাক্ষ্যগ্রহ‌ণের দিন ধার্য ছিল। আসামি প‌ক্ষের আইনজীবী লস্কর শাহ আলম আদাল‌তে জা‌মি‌নের আবেদন ক‌রেন। আদালত তার জামিন নামঞ্জুর ক‌রে কা‌রাগা‌রে পাঠানোর আদেশ দেন। নির্ধা‌রিত দি‌নে সাক্ষী উপ‌স্থিত না হওয়ায় আগামী ২২ ন‌ভেম্বর পরবর্তী দিন ধার্য ক‌রে‌ছেন আদালত।

এদিন বেলা ১১টার দি‌কে হেফাজত নেতা মামুনুল হক‌কে আদাল‌তে উপ‌স্থিত করা হয়। আজ সাক্ষ্যগ্রহ‌ণের নির্ধারিত ‌দিন ছিল। তবে সাক্ষী উপ‌স্থিত না হওয়ায় আগামী ২২ ন‌ভেম্বর তাকে আদাল‌তে উপ‌স্থিত হওয়ার জন্য নি‌র্দেশ দেন। এর আগে গত ৫ সেপ্টেম্বর এই মামলায় মামুনুল হককে খুলনার আদালতে হাজির করা হয়েছিল।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ