মাদক মামলায় স্থায়ী জামিন পেয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়িকা পরীমনি। রোববার (১০ অক্টোবর) পরীমনির করা আবেদনের শুনানি নিয়ে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার স্থায়ী জামিন মঞ্জুর করে আদেশ দেন।
এর আগে এদিন দুপুর আড়াইটার দিকে আদালতে হাজির হয়ে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন পরীমনি।
পরীমনির আইনজীবী নিলাঞ্জনা রিফাত সুরভী গণমাধ্যমকে বলেন, এই মামলায় এর আগে আদালত গত ৩১ আগস্ট পরীমনিকে জামিন দিয়েছিলেন। তবে শর্ত ছিল যে, মামলার চার্জশিট দাখিল হলে নতুন করে জামিন আবেদন করতে হবে।
গত ৪ অক্টোবর মামলায় পরীমনিসহ তিনজনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাই রোববার পরীমনি আদালতে হাজির হয়ে জামিন বাড়ানোর আবেদন করেন। শুনানি নিয়ে আদালত স্থায়ী জামিন মঞ্জুর করে আদেশ দেন।
সিআইডির পুলিশ পরিদর্শক কাজী মোস্তফা কামাল গত ৪ অক্টোবর এই মামলায় আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে পরীমনির সঙ্গে সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও কবির হাওলাদারকে আসামি করা হয়।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর এ মামলায় পরীমনির গাড়িসহ জব্দ করা ১৬ আলামত ফেরত দেওয়ার আদেশ দেন আদালত।
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ