রাজধানী তেজগাঁও সাউদান পেট্রলপাম্পের মেইন রাস্তায় একটি গাড়ির ভেতর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দিনগত রাত ১২টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে।
এ তথ্য নিশ্চিত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার মো. জামশেদ আলী জানান, ঘটনাস্থলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা আছে। তবে একটি গাড়ির ভিতরে একজনের লাশ দেখা গেছে। তাৎক্ষণিক বিস্তারিত আর কিছু জানা যায়নি।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ