রাজধানীর উত্তর শাহজাহানপুরে অর্পা হাসান (২০) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তেজগাঁও ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা কোর্সের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী তিনি।
অর্পার মা রুপা আহমেদ বলেন, অর্পার বাবা তাদের সঙ্গে থাকেন না ও কোনো খরচও দেন না। অর্পার লেখাপড়ার খরচ দেন তার এক খালা। অর্পার আজ শনিবার তৃতীয় সেমিস্টারের ফাইনাল পরীক্ষার ফি জমা দেয়ার শেষ দিন ছিল। তার খালা টাকা পাঠাতে দেরি করছিলেন। এ কারণে অভিমান করে অর্পা আত্মহত্যা করেন।
অর্পার খালাতো ভাই মো. সবুজ বলেন, সকালে অর্পার সঙ্গে ফোনে কথা হয়। তখন তাকে বলেছিলাম, টাকা পাঠাতে একটু দেরি হবে। তখন সে বলেছিল, আজ পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ দিন। তাকে আমি বুঝিয়ে বলেছি, এক-দুই দিন দেরি করে টাকা জমা দিলেও পরীক্ষা দিতে কোনো সমস্যা হবে না।
তিনি আরও বলেন, দুপুরে অর্পার মা ফোন করে জানান, অর্পা দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে ফাঁস দিয়েছেন। দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ