ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

কারাগারে হাজতির মৃত্যু

প্রকাশনার সময়: ১০ অক্টোবর ২০২১, ০০:২৫
ছবি: সংগৃহীত

ঢাকার কেরাণীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে তৌহিদুজ্জামান (৩৯) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

শনিবার কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তৌহিদুজ্জামানের হাজতি নম্বর ছিল-৩৫১২৮/২১।

এ তথ্য নিশ্চিত করে কারারক্ষী শাকিল আহমেদ জানান, তৌহিদুজ্জামান কেরানীগঞ্জ কারাগারে হাজতির হিসেবে ছিলেন। শনিবার হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং জ্ঞান হারান। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ এ এস আই আব্দুল খান জানান, হাজতির লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ