ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

ভারত থেকে বিকেলে আস‌ছে কো‌ভি‌শি‌ল্ডের ১০ লাখ টিকা 

প্রকাশনার সময়: ০৯ অক্টোবর ২০২১, ১৫:০৬

ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত ক‌রোনাভাইরা‌সের ১০ লাখ ডোজ (১ মি‌লিয়ন) কো‌ভি‌শি‌ল্ডের টিকা দে‌শে আস‌ছে বি‌কে‌লে।

শ‌নিবার (৯ অ‌ক্টোবর) বি‌কেল ৫টা ৪০ মি‌নি‌টে টিকাগু‌লো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দ‌রে পৌঁছা‌নোর কথা র‌য়ে‌ছে। বাংলা‌দে‌শের ভারতীয় হাইক‌মিশন এক ক্ষু‌দে বার্তায় এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছে।

হাইক‌মিশ‌নের বার্তায় জানা‌নো হয়, ভার‌তের সিরাম ইন‌স্টিটিউটের স‌ঙ্গে বে‌ক্সি‌মকোর চু‌ক্তি করা বা‌ণি‌জ্যিকভাবে ১ মি‌লিয়ন কো‌ভি‌শি‌ল্ডের টিকা শ‌নিবার বি‌কেল ৫টা ৪০ মি‌নি‌টে ঢাকায় আস‌বে।

ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে গত ফেব্রুয়ারিতে দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়েছিল। সিরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ড টিকার তিন কোটি ডোজ কিনতে চুক্তি করেছিল সরকার। কিন্তু ৭০ লাখ ডোজ আসার পর ভারত রফতানিতে নিষেধাজ্ঞা দেয়, ফলে আর চালান আসেনি। এতে বাংলাদেশকে বেশ অসুবিধার মধ্যে পড়তে হয়। বিশেষ করে অসুবিধায় পড়েন যারা কোভিশিল্ডের প্রথম টিকা নেওয়ার পর দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষায় ছিলেন। পরে অবশ্য চলতি বছরের জুলাই মাসে জাপান থেকে উপহারের অ্যাস্ট্রাজেনেকার টিকার চালান দেশে আসার পর দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষায় থাকাদের টিকা দেওয়া শুরু হয়।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ