ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

ডেঙ্গু কেড়ে নিল রাজস্ব কর্মকর্তার প্রাণ  

প্রকাশনার সময়: ০৯ অক্টোবর ২০২১, ০০:৫০

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকার (দক্ষিণ) সহকারী রাজস্ব কর্মকর্তা (নিরীক্ষা শাখা) সুমন চন্দ্রের (৩৮) মৃত্যু হয়েছে।

তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

এ তথ্য নিশ্চিত করেছেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকার (দক্ষিণ) কমিশনার এস এম হুমায়ূন কবীর।

৩৮ বছর বয়সী সুমন চন্দ্রের গ্রামের বাড়ি পিরোজপুরে। মৃত্যুকালে তিনি ৩ মাসের একটি শিশু সন্তান ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকায় (দক্ষিণ) কর্মরত সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ