একদিনের ব্যবধানে দেশে কমল ডেঙ্গু রোগীর সংখ্যা। সবশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ১৫০ জন। আগের দিনের চেয়ে রোগী কমেছে ৫৮ জন।
ভর্তি রোগীদের বেশিরভাগই রাজধানীর বাসিন্দা। এদের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৭ জন এবং ঢাকার বাইরে ১৩ জন রোগী। ডেঙ্গু আক্রান্তের এই হিসাব বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি মাসের ৮ দিনে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৪৯৭ জন। আর মারা গেছেন ৬ জন। গড়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮৭ জনের বেশি।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যমতে, ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৮৮৬ জন। ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭২৯ জন। অন্যান্য বিভাগে চিকিৎসাধীন আছেন ১৫৭ জন। নতুন ভর্তি হওয়া ১৫০ জনের মধ্য ঢাকার সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৪০ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৯৭ জন ভর্তি হন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ১৩ জন ভর্তি হন।
স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুয়ায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত দেশে সরকারি হিসাবে ডেঙ্গু রোগীর সংখ্যা ১৯ হাজার ৭৩৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১৮ হাজার ৭৩৫ জন। আর চলতি বছরে মারা গেছেন ৭৩ জন। সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। আর সেপ্টেম্বরে ২১ জন, আগস্টে ৩৪ জনের মৃত্যু হয়েছে। এর আগের সাত মাসে মারা যায় ১২ জন।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ