ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দায় নেবে না সরকার’

প্রকাশনার সময়: ০৮ অক্টোবর ২০২১, ১৮:৩১

ই-কমার্সে পণ্য নিতে গিয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেসব গ্রাহকের দায়-ভার নেবে না সরকার বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রংপুর নগরীতে ডায়মন্ড ওয়ার্ল্ড নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের উদ্বোধন শেষে আজ শুক্রবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, বর্তমানে দেশে কমপক্ষে ২০ হাজারের মতো ই-কমার্স প্রতিষ্ঠান রয়েছে। অনেকেই এর সঙ্গে জড়িত। এসব ই-কমার্স প্রতিষ্ঠানে কম দামে পণ্য কিনতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন গ্রাহকরা। সরকার কেন তাদের, গ্রাহকদের, ক্ষতির দায় নেবে? অবশ্য যেসব ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে, সেগুলোর বিরুদ্ধে সরকার কাজ করছে, আইন অনুযায়ী এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ই-কমার্স প্রতিষ্ঠানগুলো ভালোভাবে ব্যবসা পরিচালনা করুক, সেটা সরকারেরও চাওয়া। ১০ থেকে ১২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এখন পর্যন্ত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে। তদন্তে দোষী প্রমাণ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় পেঁয়াজের মূল্য বৃদ্ধি প্রসঙ্গেও কথা বলেন টিপু মুনশি। বলেন, ভারতে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার কারণে আমাদের দেশেও নিত্যপণ্যটির দাম বেড়ে গেছে। ভারতে পেঁয়াজের দাম কমলে আমাদের দেশেও দাম কমে আসবে। পাশাপাশি বাজার মনিটরিং করা হচ্ছে। একই সঙ্গে মন্ত্রী বলেন, বিশ্ব বাজারে চিনির দাম বেশি হওয়ায় বাংলাদেশেও এর প্রভাব পড়েছে।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ