ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

চলতি মাসের শেষে আসছে শীত

প্রকাশনার সময়: ০৮ অক্টোবর ২০২১, ১৮:০৪ | আপডেট: ০৮ অক্টোবর ২০২১, ১৮:০৯

কখনো মেঘলা আকাশ আবার কখনো কাঠফাটা রোদ। এভাবেই বেশ কয়েকদিন দেখা যাচ্ছে রাজধানীর আকাশ। সঙ্গে রয়েছে ভ্যাপসা গরম। অস্বস্তিকর এই পরিস্থিতির জন্য টানা বৃষ্টিপাত না হওয়া এবং বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়াকে দায়ী করছেন আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিসের এক বার্তায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর প্রভাবে দেশের কোথাও কোথাও বৃষ্টি হলেও আবহাওয়া ঠান্ডা হওয়ার জন্য তা যথেষ্ট নয়। উত্তপ্ত পরিবেশে স্বস্তি পেতে হলে পর্যাপ্ত বৃষ্টির প্রয়োজন। সেইসঙ্গে বাতাসে আর্দ্রতাও কমে আসতে হবে।

এই মাসের শেষ নাগাদ মৌসুমী বায়ু বিদায় নিতে পারে জানিয়ে আবহাওয়াবিদ শাহিন আলম বলেন, এর পরেই শুরু হবে শীতের আবহাওয়া। তবে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর খুব বেশি সক্রিয় নেই, উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় আছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ শুক্রবার বিকালে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরের তাপমাত্রা ছিল ঢাকায় ৩৪ দশমিক ৭, ময়মনসিংহে ৩৪ দশমিক ২, চট্টগ্রাম ৩৩ দশমিক ৩, সিলেটে ৩৪, রাজশাহীতে ৩৫ দশমিক ৫, রংপুরে ৩৩ দশমিক ৮, খুলনায় ৩৪ দশমিক ৬ এবং বরিশালে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ