ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

এবার ভূমিকম্পে কাঁপলো দেশ

প্রকাশনার সময়: ০৮ অক্টোবর ২০২১, ০০:৪২ | আপডেট: ০৮ অক্টোবর ২০২১, ০০:৫১
ফাইল ছবি

রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভুমিকম্প অনুভূত হয়েছে।

বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ কম্পন অনুভূত হয়। ৫.৬ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারে।

ভূপৃষ্ঠ থেকে ১১৪ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়।

ইউএস জিওলজিক্যাল সার্ভের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, জাপানের রাজধানী টোকিও এবং আশপাশের এলাকায় শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবারের ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ১। এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও বাসিন্দাদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।

জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকের খবরে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল রাজধানী টোকিওর পূর্বাঞ্চলের চিবা শহরে। রাত ১০টা ৪১ মিনিটের দিকে চিবার ৮০ কিলোমিটার ভূগর্ভে উৎপত্তি হয়। ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করা হয়নি।

এছাড়াও পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বৃহস্পতিবার ভোরে ৫ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে তাৎক্ষণিকভাবে ২০ জন নিহতের খবর পাওয়া গেছে । আরও তিন শতাধিক লোক আহত হয়েছেন।

উদ্ধারকর্মীরা বহু হতাহতের আশঙ্কা করছেন। বৃহস্পতিবার ভোর ৪ টা ১ মিনিটে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় এই ভূমিকম্প হয়।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ