দেশের সীমান্ত নিরাপদ আছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রক্ত দিয়ে হলেও সীমান্ত নিরাপদ রাখা হবে। কেউ কোনো ক্ষতি করতে পারবে না।
আজ রোববার (১৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁও ভূমি অফিসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
চাঁপাইনবাবগঞ্জের বাংলাদেশ-ভারত সীমান্তে চলা উত্তেজনায় উদ্বিগ্ন দেশের মানুষ। সমাধানের আশ্বাসও মিলেছে। এমন বাস্তবতায় স্বরাষ্ট্র উপদেষ্টা অব. লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, চাঁপাই সীমান্তে উত্তেজনা সমাধানের পথে, চিন্তার কিছু নেই। তবে সীমান্তে আগে ছাড় দেয়া হলেও আর কোন ছাড় দেয়া হবে না।
এসময় দুর্নীতি বন্ধে কঠোর বার্তা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুর্নীতিবাজ যতো প্রভাবশালীর আত্মীয় হোক আইনের আওতায় আনার নির্দেশ দেন তিনি। ভূমি, রেলওয়ে এবং পুলিশে দুর্নীতি বন্ধ করে সেবা বাড়াতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ