রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩২

হাইকোর্টে চিন্ময়ের জামিন আবেদন, শুনানি আগামীকাল

প্রকাশনার সময়: ১৯ জানুয়ারি ২০২৫, ১৪:৩২

জাতীয় পতাকা অবমাননার ঘটনায় দায়ের করা মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন ইসকন থেকে বহিষ্কৃত সদস্য চিন্ময় কৃষ্ণ দাস। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রোববার (১৯ জানুয়ারি) তার আইনজীবীর মাধ্যমে এই জামিন আবেদন করা হয়।

জামিন সংক্রান্ত বিষয়ে আগামীকাল সোমবার (২০ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার সমন্বয়ে গঠিত বেঞ্চে আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।

এর আগে গত ২ জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত।

গত বছরের ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এ মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়।

চিন্ময় দাস ২৫ নভেম্বর ঢাকায় গ্রেফতার হন। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ওইদিন আদালত প্রাঙ্গণে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনাও ঘটে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ