রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩২

সংস্কার ও নির্বাচনের মধ্যে বিরোধ নেই, চলতে পারে একসঙ্গে: মির্জা ফখরুল

প্রকাশনার সময়: ১৯ জানুয়ারি ২০২৫, ১৩:৩৬ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫, ১৩:৩৮

সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, দুটোই একসাথে চলতে পারে, বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করতে হবে বলেও মন্তব্য তার।

আজ রবিবার (১৯ জানুয়ারি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন উপলক্ষে তার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। দলের সিনিয়র নেতাদের সাথে নিয়ে শহীদ জিয়ার মাজের শ্রদ্ধা জানান তিনি।

সংস্কার কমিশনের প্রতিবেদন প্রসঙ্গে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা এই বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চাই না। কারণ পুরো রিপোর্ট এখনো আমাদের কাছে এসে পৌঁছায়নি। সরকার যেটা বলেছে এবং পরিকল্পনা করেছে, এই রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। তারপরেই সিদ্ধান্ত হবে। ঐকমত্য ছাড়া কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না।’

জিয়াউর রহমানের জন্মদিনে প্রত্যাশার কথা জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘সকল মানুষের ঐক্য আরও সুদৃঢ় হোক এবং অতি অল্প সময়ের মধ্যে একটি নির্বাচনের মধ্য দিয়ে যেন আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারি, সেই ব্যবস্থাটা কায়েম হোক।’

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ