বলিউড তারকা সাইফ আলী খানের বাড়িতে ঢুকে হামলার অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যক্তি একজন বাংলাদেশি নাগরিক। মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ নামের ওই ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং গত কয়েক মাস ধরে মুম্বাইতে বসবাস করছিলেন বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।
এনিডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রোববার ( ১৯ জানুয়ারি) সকালে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম জানান, গত বুধবার গভীর রাতে অভিনেতার বান্দ্রার বাড়িতে চুরির চেষ্টার অভিযোগে মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ নামের একজন অভিযুক্তকে তারা গ্রেপ্তার করেছে।
আজ রোববার (১৯ জানুয়ারি) সকালে মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার, দীক্ষিত গেদাম গণমাধ্যমে বলেন, বুধবার রাতে তারা এ হামলার সাথে সম্পৃক্ত একজনকে আটক করেছে। তার নাম, মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ।
পুলিশ কর্মকর্তার দাবি, এ ব্যক্তির কোনো ভারতীয় কাগজপত্র নেই। তার বিরুদ্ধে ইতোমধ্যেই পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। ডাকাতির উদ্দেশ্যে সে সাইফের বাড়িতে ঢুকেছিল।
তিনি বলেন, আমরা অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে কিছু জিনিস উদ্ধার করেছি, যা দেখে বোঝা যায় সে বাংলাদেশি। চার মাস আগে ভারতে প্রবেশ করে এবং বিজয় দাস নামে মুম্বাইতে বসবাস করছিল।
পুলিশের দাবি, কয়েকমাস আগেও সে একটি রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করতো। বর্তমানে বেকার। পুলিশের ধারণা, এই জন্যই সে বড় চুরির আশায় সাইফের বাড়িতে হানা দেয়।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ