রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩২

ওষুধের ওপর থেকে ভ্যাট কমানোর সুপারিশ করা হয়েছে : স্বাস্থ্য উপদেষ্টা

প্রকাশনার সময়: ১৮ জানুয়ারি ২০২৫, ১৭:৫৩

ওষুধের ওপর অতিরিক্ত শুল্ক কর কমাতে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আজ শনিবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মেডিকেল এডুকেশন কনফারেন্স রুমে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

সংস্কার কমিটির প্রতিবেদনের পর দেশের স্বাস্থ্যসেবা খাতে বিগত বছরগুলোতে দুর্নীতি অনিয়মের সঙ্গে জড়িতদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা জানান স্বাস্থ্য উপদেষ্টা।

বিগত সরকারের অনেক জায়গাতে বকেয়া রয়ে গেছে জানিয়ে তিনি বলেন, ‘এসব বকেয়া পরিশোধ না হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে। ওষুধের ওপর অতিরিক্ত শুল্ক কর কমাতে সুপারিশ করা হয়েছে।’

মতবিনিময় সভার আগে এমএজি ওসমানী মেডিকেল কলেজের সব শিক্ষকের সঙ্গে পরিচয়পর্ব হয়। এরপর প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন দিক তুলে ধরেন এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী।

প্রমোশন সিস্টেমকে ২৫ শতাংশ গ্রেড ওয়ানে উন্নীতকরণে নজর দেওয়ার জন্য অনুরোধ করেন তিনি। যারা ডিপ্লোমা করেন সেখান থেকে জুনিয়র পদবী তুলে দেওয়ার অনুরোধও করেন ওসমানী মেডিকেল কলেজের অধ্যাপক মো. ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী।

নয়াশতাব্দী/ই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ