ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১, ১৬ রজব ১৪৪৬

আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা, দুই এলাকার বাতাস ঝুঁকিপূর্ণ

প্রকাশনার সময়: ১৭ জানুয়ারি ২০২৫, ১২:১৯

বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে চলেছে বায়ুদূষণের মাত্রা। দিন দিন ঢাকার বাতাস দূষিত হয়ে উঠছে। বিশেষ করে শীত এলেই বাতাসের মান আরও ভয়ংকর হয়ে ওঠে। চলতি বছর শীতের শুরুতেই টানা কয়েক দিন বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর ছিল। তারই ধারাবাহিকতায় আজ সকালেও ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়।

ঢাকার গুলশান লেক পার্ক (২৮০), সাভারের হেমায়েতপুর (২৭৮), কল্যাণপুর (২৬৩), পশ্চিম নাখালপাড়া সড়ক (২৫৬), তেজগাঁওয়ের শান্তা টাওয়ার এলাকা (২৫৪), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল (২৫১), মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (২৩৭), গোঁড়ান (২৩০) এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের সূচকে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫) এর পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ৩৬ গুণ বেশি রয়েছে।

আজ বিশ্বের শহরগুলোর তালিকায় আজ দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় (২৩৪) ও উজবেকিস্তানের তাসখন্ত (২০১)। শহরদুটির বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

ভারতের দিল্লি ও কাতারের দোহা তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে। শহরদুটির বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।

সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ