ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১, ১৬ রজব ১৪৪৬

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

প্রকাশনার সময়: ১৭ জানুয়ারি ২০২৫, ০৯:৫৪ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫, ১০:০৪

ঘন কুয়াশায় আবৃত মানিকগঞ্জ জেলা। একইসঙ্গে বইছে হিম বাতাস। ভোর থেকে বন্ধ রয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল। এতে মাঝ নদীতে আটকা পড়েছে ছোট-বড় ২টি ফেরি।

আজ শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর সাড়ে ৫টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে দুর্ভোগে পড়েছে বহু যাত্রী ও যানবাহন।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, শুক্রবার ভোর ৫টা থেকে কুয়াশার কারণে এ নৌ-রুটে ফেরি চলাচল ব্যহত হচ্ছিল। ভোর সাড়ে ৫টার দিকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে এ নৌ-রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ সময় মাঝ নদীতে আটকে পড়েছে ছোট-বড় ২টি ফেরি।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক আলীম দাইয়্যান বলেন, দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ