বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমের সঙ্গে অনেকেই ছবি তুলে বিভিন্ন তদবির, টেন্ডারবাজি ও সুবিধা আদায়ের চেষ্টা করছেন। এমন অভিযোগ তুলে নিজেই সরব হয়েছেন জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া অন্যতম এই ছাত্রনেতা।
বুধবার (১৫ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এসব নিয়ে মুখ খুলেছেন তিনি।
ফেসবুক পোস্টে সারজিস লিখেন, দেখা হলে অনেকেই ছবি তুলতে চায়। খারাপ দেখায় বলে সবসময় ‘না’ বলা যায় না। কিন্তু কিছু থার্ডক্লাস বুলশিট এসব ছবি রেফারেন্স হিসেবে দেখিয়ে আমার নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় তদবির, টেন্ডারবাজি ও সুবিধা আদায়ের চেষ্টা করছে বলে আমার কাছে অভিযোগ এসেছে।
প্রতারকদের ব্যাপারে সবাইকে সতর্ক করে পোস্টে তিনি আরও লিখেন, এসব ভণ্ড ও প্রতারক থেকে সাবধান! যারা এ কাজ করবে তাদের মুখের ওপর সরাসরি ‘না’ করে দেওয়ার আহ্বান করছি। এসবের জন্য এত মানুষ রক্ত আর জীবন দেয়নি।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ