ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬

‘যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনের প্রভাব ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে পড়বে না’

প্রকাশনার সময়: ১৫ জানুয়ারি ২০২৫, ২০:১৪

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনের প্রভাব দুই দেশেরর সম্পর্কের মধ্যে পড়বে না। যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের স্বার্থেই দেশগুলোর সাথে ভারসাম‍্যপূর্ণ সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। বুধবার (১৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীন সফর নিয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, চীনা পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে আগামী ২০ জানুয়ারি দেশটি সফরে যাচ্ছি। ঢাকা-বেইজিং দ্বিপাক্ষিক বৈঠকে অর্থনীতি, বাণিজ‍্য ও বিনিয়োগের বিষয়টি প্রাধান‍্য পাবে। এ সময় দেশটি থেকে নেয়া সুদহার ও পরিশোধের সময় ৩০ বছর করার অনুরোধ জানানো হবে বলেও জানান তিনি।

তিস্তা প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়নে চীন সম্পৃক্ত হতে চেয়েছিল। বিগত সরকার বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। এই সফরে তা নিয়ে আলোচনা হবে। নিজেদের স্বার্থ বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। সফরে নদী ব‍্যবস্থাপনা নিয়ে দেশটির সাথে সমঝোতার মেয়াদ নবায়ন করার কথাও জানান তিনি।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ