ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

আত্মসমর্পণ করে জামিন পেলেন স্বাস্থ্যের সাবেক ডিজি

প্রকাশনার সময়: ০৭ অক্টোবর ২০২১, ১৭:১৮

দুর্নীতি দমন কমিশনের মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদ।

আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুই পক্ষের শুনানি শেষে ২০ হাজার টাকা মুচলেকায় তাকে জামিন দিয়েছেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালত।

এর আগে বহুল আলোচিত রিজেন্ট হাসপাতাল কেলেঙ্কারির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের করা এই মামলায় গতকালই আত্মসমর্পণ করার কথা ছিল তার। সে অনুযায়ী আবুল কালাম আজাদ আদালতে আত্মসমর্পণ করতে এসেছিলেন। কিন্তু সেটা না করেই ফিরে গেছেন। কী কারণে তিনি এমনটা করেছেন, তা জানা যায়নি।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর রিজেন্ট হাসপাতাল কেলেঙ্কারির এই মামলায় স্বাস্থ্যের সাবেক ডিজি মোহাম্মদ আবুল কালাম আজাদসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে দুদক।

অপর আসামিরা হলেন- রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিম, স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক ডা. আমিনুল হাসান, উপ-পরিচালক ডা. মো. ইউনুস আলী, সহকারী পরিচালক ডা. মো. শফিউর রহমান এবং গবেষণা কর্মকর্তা ডা. মো. দিদারুল ইসলাম।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ